দ্বাদশ জাতীয় নির্বাচনে ফেনী-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী শাহরিয়ার ইকবাল পাটোয়ারীসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোছাম্মৎ শাহীনা আক্তার।
জানা গেছে, ফেনী-১ আসনে মনোনয়ন দাখিল করেছেন ১৪ জন প্রার্থী। এর মধ্যে শাহরিয়ার ইকবাল পাটোয়ারীসহ ৮ জনের মনোনয়ন বাতিল হয়। মনোনয়ন বাতিল হওয়া অন্য প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী আবুল হাশেম, তাজুল ইসলাম মজুমদার, মো. ফখরুল ইসলাম মজুমদার, এম এ রউফ মজুমদার, মিজানুল হক, মো. আলমগীর আলম এবং বাংলাদেশ কংগ্রেসের মো. আনোয়ার কামরান মোর্শেদ।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শিরীন আখতার, জাকের পার্টির প্রার্থী রহিম উল্লাহ ভূঞা, তৃণমূল বিএনপির শাহজাহান সাজু, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী কাজী নুরুল আলম এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মাহবুব মোর্শেদ মজুমদার।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মোছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনী-১ আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে বিভিন্ন ত্রুটি থাকায় যাচাই-বাছাই শেষে ৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে ঋণ খেলাপির অভিযোগে শাহরিয়ার ইকবাল পাটোয়ারীর মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া ব্যক্তিরা নির্বাচন কমিশনে ৫-৯ ডিসেম্বর আপিলের সুযোগ থাকবে।
বাংলাদেশ সময়: ১৫:৪৪:৪৪ ৯২ বার পঠিত #নির্বাচন ২০২৪