মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

নওগাঁয় বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নওগাঁয় বিশ্ব মৃত্তিকা দিবস পালিত
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩



নওগাঁয় বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

জেলায় আজ বিশ্ব মৃত্তিকা দিবস’২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৯টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় নওগাঁ আয়োজিত “মাটি ও পানি : জীবনের উৎস” শিরোনামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা।
প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ।
সংশ্লিষ্ট বিষয়ের আলোকে আলোচনা করেন সমাজসেবা অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নওগাঁর উর্ধতন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মেজবাহুল আরেফিন।
এ সময় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল ইসলাম, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোঃ ফায়সাল হাসান, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলার বিশিষ্ট কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২২:৩১   ১০৫ বার পঠিত