পদ্মা সেতুর ওপর দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আজ শনিবার বিকেল ৪টার দিকে পদ্মা সেতুর ১৪ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী মো. ইমাম হোসেন নামের একজন হকার জানিয়েছেন, সেতুর ১৪ নম্বর পিলারের কাছে যাওয়ার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের মেঘনা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দ্বিমুখী পদ্মা সেতুর এক লেনে গাড়ি চলাচল বন্ধ ছিল।
পূর্ব প্রান্তের লেন দিয়ে গাড়ি চলাচল করছিল।
ওসি আলমগীর হোসাইন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’
বাংলাদেশ সময়: ১৭:৫৭:২৫ ৯৫ বার পঠিত