রাশিয়ার সঙ্গে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে আরও ২০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়াও রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে লড়াইয়ের আশা না ছাড়তে বলেন তিনি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বাইডেন। খবর দ্য গার্ডিয়ানের।
প্রায় দুই বছর ধরে ইউক্রেনে অভিযান চালাচ্ছে রাশিয়া। শুরু থেকেই কিয়েভকে সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে ওয়াশিংটন। এ অবস্থায় মার্কিন তহবিলে টান পড়তে থাকলেও তেমন একটা তোয়াক্কা নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এ নিয়ে নানা সময় রিপাবলিকানদের চাপের মুখেও পড়তে হয় তাকে। এমন নাজুক অবস্থার মধ্যে আরও একবার ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করলেন তিনি।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাত করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আরও সামরিক সহযোগিতার জন্যেই এই বৈঠক। এসময় সামরিক সহযোগিতার ওপর নির্ভরশীলতা কমিয়ে ধীরে ধীরে চলমান যুদ্ধে সঠিক দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, ২০২৪ সালে মস্কোর আক্রমণকে ব্যাহত করাই তাদের মূল লক্ষ্য।
এদিকে, বৈঠকে আরও একবার কিয়েভের প্রতি নিজেদের সমর্থনের কথা জানান জো বাইডেন। পাশাপাশি রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে ইউক্রেনকে লড়াইয়ের আশা না ছাড়তে বলেন তিনি।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘আমি আরও একটি ঘোষণা দিতে চাই। এই মাত্র কিয়েভের সহায়তার জন্য আরও ২০ কোটি ডলার অনুমোদন দিলাম। এটি খুব দ্রুতই বাস্তবায়ন করা হবে।’
এর আগে, ইউক্রেনের জন্য আরও সামরিক সহযোগিতা চাইতে মার্কিন সিনেটরদের সঙ্গে সাক্ষাত করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরও ইউক্রেনকে সহায়তার বিষয়ে কোনো সম্মতিতে পৌঁছাতে পারেননি মার্কিন সিনেটররা।
এ বিষয়ে রিপাবলিকান পার্টির প্রধান লিন্ডসে গ্রাহাম বলেন, মার্কিন সীমান্ত আইন কঠোর করলে তবেই ইউক্রেনকে সাহায্যের বিষয়ে রাজি হতে পারে তার দল।
বাংলাদেশ সময়: ১১:৩৯:০২ ৮০ বার পঠিত