রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

দিনাজপুরে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনাজপুরে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩



দিনাজপুরে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক

সীমান্তে নিরীহ মানুষ হত্যা বন্ধ, চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফের কিশানগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী ইশ উলের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল বিরল কিশোনগঞ্জ জিরো পয়েন্ট দিয়ে প্রবেশ করলে তাদের ফুল দিয়ে বরণ করেন বিজিবি কর্মকর্তারা।

বাংলাদেশ অভ্যন্তরে এসে প্রতিনিধি দল বিওপিতে উপস্থিত হলে বিজিবির একটি চৌকস দল বিএসএফ সেক্টর কমান্ডার গার্ড অব ওনার প্রদান করেন।

সেখানে ঘণ্টাব্যাপী সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর ও দিনাজপুর-৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর সাংবাদিকদের বলেন, ‘সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত পারাপার, কাঁটাতারের বেড়া কর্তন বন্ধসহ দুই বাহিনীর সম্পর্ক আরও দৃঢ় করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজকে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। বৈঠকে সীমান্তের নারী-শিশু পাচার ও অনুপ্রবেশসহ নানা বিষয় আলোচনা হয়েছে। এ ধরনের বৈঠকের মাধ্যমে দুই বাহিনীর মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।’

কর্নেল রাশেদ আসগর বলেন, ‘বিজিবি-বিএসএফের মধ্যে এই ধরনের বৈঠক প্রতিনিয়তই হয়ে থাকে। কখনো বাংলাদেশ কখনো ভারত অংশে। এ ধরনের বৈঠকের মধ্যে আমাদের দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে।’

বাংলাদেশ সময়: ১৫:০১:৪৯   ৮৩ বার পঠিত