মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

বিএনপি ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক হবে: সালমান এফ রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক হবে: সালমান এফ রহমান
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩



বিএনপি ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক হবে: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা (দোহার-নবাবগঞ্জ)-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমান বলেছেন, অংশগ্রহণমূলক মানে বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে তা নয়, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে৷

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে নিজ নির্বাচনী এলাকা দোহারে প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি৷

সালমান রহমান বলেন, ‘বিএনপি যখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করে, তখন আমি অনেক বিদেশির সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছি৷ তাদের দাবি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন৷ আমি বিদেশিদের বলেছি, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে; তবে শান্তিপূর্ণ হবে কি না, তার নিশ্চয়তা দেয়া যায় না। কারণ, বিএনপি যেসব কর্মকাণ্ড করছে তাতে দেশের শান্তি নষ্ট হচ্ছে৷’

আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরে তিনি বলেন, ‘আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় ছিল বলেই দেশে অনেক বড় বড় অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে৷ এখন ঘরে ঘরে বিদ্যুৎ আছে৷ অস্বীকারের সুযোগ নেই আমাদের সবার ব্যক্তিগত জীবনে ক্রয়ক্ষমতা বাড়ার ফলে অনেক উন্নয়ন হয়েছে৷’

তবে বিএনপি নেতারা আসন্ন নির্বাচন বন্ধ করতে না পেরে যে ধরনের ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও শুরু করেছে তাতে দেশের শান্তি নষ্ট হচ্ছে বলেও মনে করেন ঢাকা-১ আসনের এই আওয়ামী লীগ প্রার্থী৷ জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি সহিংসতাকারীদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার পরামর্শ দেন তিনি৷

নিজ নির্বাচনী এলাকার প্রবাসী বাংলাদেশিসহ তরুণ প্রজন্মের জন্য নানা উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা উল্লেখ করে সালমান রহমান বলেন, দোহার-নবাবগঞ্জের অনেক মানুষ প্রবাসে থাকেন৷ প্রবাসীরা দেশে ফেরত এলে কী করবেন তা নিয়ে নানা সমস্যায় পড়েন৷ তারা কোনো প্রকল্প শুরু করতে চাইলে আমি সহযোগিতা করব৷ কিংবা বিদেশে যাওয়ার সময় তারা যেন দালালদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হন, সে ব্যাপারেও সহযোগিতা করা হবে৷ একই সঙ্গে নারী উদ্যোক্তাদের জন্য নানা ধরনের সহযোগিতার আশ্বাস দেন সালমান এফ রহমান৷

দোহার-নবাবগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দোহার-নবাবগঞ্জের মানুষের সবচেয়ে বড় সমস্যা ছিল নদীভাঙন, তা নিরসনে এরই মধ্যে কাজ শুরু হয়েছে৷ শেষ হলে নদীভাঙনের একটা স্থায়ী সমাধান হবে৷ এ ছাড়া এলাকায় গ্যাস সংযোগও শুরু হয়ে গেছে এবং দ্রুতই শেষ হবে৷ কিছু রাস্তাঘাটের কাজসহ যা যা বাকি আছে পুনরায় নির্বাচিত হলে সব কাজ শেষ করা হবে৷’

সোমবার (১৮ ডিসেম্বর) লিফলেট বিতরণের মধ্য দিয়ে ঢাকা-১ আসনে নির্বাচনী প্রচার শুরু করেন আওয়ামী লীগ মনোনীত প্রাথী সালমান এফ রহমান। সকাল থেকেই নবাবগঞ্জের বিভিন্ন ইউনিয়নে গ্রামে গ্রামে লিফলেট বিতরণ করেন সালমান রহমান। এ সময় তিনি স্থানীয় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। এ সময় সব শ্রেণি-পেশার ভোটারের সুখ-দুঃখের কথা শুনতে চান বর্তমান সাংসদ। তাকে কাছে পেয়ে নিজেদের কথা বলতে থাকেন এলাকার সাধারণ মানুষ৷

বাংলাদেশ সময়: ১৫:৩৩:০৩   ৮৬ বার পঠিত   #