গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি চলতি মৌসুমে লিগে খুব একটা ছন্দে নেই। প্রিমিয়ার লিগে শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতেই জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। যে কারণে সমালোচনার তীক্ষ্ণ বাণে বিদ্ধ হতে হচ্ছে তাকে। তবে চলতি মৌসুমে আরও একটি শিরোপা জয়ের সুযোগ ম্যানচেস্টার সিটির সামনে। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে প্রত্যাশিত জয় পেয়েছে সিটিজেনরা।
গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটির মাঠে এশিয়া চ্যাম্পিয়ন উরাওয়া রেডসকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হলান্ডকে ছাড়াই খেলতে নামা সিটি মাতেও কোভাচিচ, বের্নার্দো সিলভার গোলে এই জয় পায়। বাকি গোলটি মারিয়াস হোইবারটেনের আত্মঘাতী।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে ফ্লুমিনেন্সের বিপক্ষে ফাইনালে নামবে সিটিজেনরা।
এদিন এশিয়া চ্যাম্পিয়নদের বিপক্ষে হলান্ড এবং হুলিয়ান আলভারেজকে ছাড়াই খেলতে নামে সিটি। তাতে অবশ্য খুব একটা সমস্যায় পড়তে হয়নি তাদের। ম্যাচের নিয়ন্ত্রণ গার্দিওলার শিষ্যদের কাছেই ছিল।
ম্যাচের ৩০ মিনিটেই গোল পেয়ে যাচ্ছিল সিটি। ম্যাথেইয়াস নুনেসের শট ঠেকিয়ে দেন জাপানের দলটির গোলরক্ষক নিশিকাওয়া। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে হোইবারটেনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় সিটি। নুনেসের করা ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন উরাওয়ার এই ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধেও ছন্দ ধরে রাখে সিটি। ৫২ মিনিটে কোভাচিচ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। নিজেদের অর্ধ থেকে কাইল ওয়াকার ডিফেন্সচেরা দারুণ পাস দিয়েছিলেন। সেই পাস নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় ফিনিশিং দেন এই ক্রোয়াট মিডফিল্ডার।
৫৬ মিনিটে সুযোগ নষ্ট করেন নুনেস। বাঁ প্রান্ত থেকে করা গ্রিলিশের ক্রস হেড করলেও লক্ষ্যে রাখতে পারেননি এই পর্তুগিজ।
দুই মিনিট পর ফের গোল পায় সিটি। দুই ডিসেন্ডারকে পরাস্ত করে বাঁ প্রান্ত থেকে দূরপাল্লার শট নিয়েছিলেন নুনেস। কিন্তু নিশিকাওয়া সেই শট ঠেকিয়ে দেন। ফিরতি বল পেয়ে বের্নার্দো সিলভা শট নেন। তার শট উরাওয়ার এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়।
৬৫ মিনিটে ওয়াকার ও এদারসনের ভুল বোঝাবুঝিতে গোলের সুযোগ পেয়েছিল উরাওয়া। ওয়াকার এদারসনের উদ্দেশ্যে ব্যাকপাস দিলেও বল পেয়ে যায় উরাওয়ার ব্রায়ান লিনসেন। কিন্তু তিনি শট না নিয়ে সতীর্থ খেলোয়াড়কে পাস দিতে গিয়ে সুযোগ নষ্ট করেন। ৬৯ মিনিটে সিটির অস্কার ববের জোরাল শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রথমবারের ক্লাব বিশ্বকাপের ফাইনালে সিটি। ফ্লুমিনেন্সকে হারাতে পারলে টানা চারটি শিরোপা সিটির ঘরে যাবে। সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড এক বছরের মধ্যে জাতীয় দল ও ক্লাবের হয়ে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করবেন।
বাংলাদেশ সময়: ১৭:০৬:০৪ ৯০ বার পঠিত