বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের সরকারী সতিশ চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.রেজাউল করিম।
জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার হাজী নুরুল মোমেন। বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল হায়দার, সুনামগঞ্জ পৌরসভার উন্নয়ন কর্মকর্তা মো.নিজাম উদ্দিন, সরকারী এসসি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবাস চন্দ্র দাশ ও সাংবাদিক আল হেলাল মো. ইকবাল মাহমুদ।
জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় সভায় বাস্তব অভিজ্ঞতার আলোকে মুক্তিযুদ্ধের বিভিন্ন গল্প শুনান বীরমুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার হাজী নুরুল মোমেন।
সভার শুরুতে মুক্তিযুদ্ধের ওপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। প্রায় দুশতাধিক শিক্ষার্থী এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:১৬:১৯ ১৫৬ বার পঠিত