যারা অস্থিতিশীল অবস্থা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন করবেন তাদের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ বেশি এলে এবং অভিযোগ প্রমাণিত হলে সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লক্ষ টাকা জরিমানা এমনকি প্রার্থিতাও বাতিল করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
রাশেদা সুলতানা বলেন, ভোটাররা যাতে ভোট দিতে কেন্দ্রে যেতে পারে, কোনো রকম ভয় না পায়, আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করছি।
এজন্য সংশ্লিষ্ট সকলকে সংযত হয়ে কাজ করার জন্য বলা হয়েছে।
সাংবাদিকদের প্রসঙ্গে তিনি বলেন, আপনারা স্বাধীনভাবে কাজ করবেন। আপনাদের যদি ভয় দেখানো হয়, কাজে বাধা দেওয়া হয় বা আপনাদের ইকুইপমেন্ট কেড়ে নেওয়া হয় সেটার জন্য জড়িতদের শাস্তি পেতে হবে।
এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল ও জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলামসহ সকল আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
বাংলাদেশ সময়: ১৭:৩৩:৩৫ ১০৯ বার পঠিত #নির্বাচন ২০২৪