রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

ইন্দোনেশিয়ায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইন্দোনেশিয়ায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



ইন্দোনেশিয়ায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে একটি নিকেল (রাসায়নিক উপাদান) প্রক্রিয়াকরণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন।

ইন্দোনেশিয়ায় এ বিস্ফোরণে হতাহতের সংখ্যা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে আল জাজিরাসহ অন্য কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এ দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন এবং ৩৯ জন আহত হয়েছেন।

জানা গেছে, সুলাওয়েসি দ্বীপে চীনা-অর্থায়নে পরিচালিত মোরোওয়ালি শিল্প পার্কে রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৫টায় এ বিস্ফোরণ ঘটে। শ্রমিকরা চুল্লি মেরামত করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

কারখানার একজন মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে সাতজন ইন্দোনেশিয়ান এবং পাঁচজন বিদেশি শ্রমিক রয়েছেন। তবে বিদেশিদের জাতীয়তা প্রকাশ করেননি তিনি।

মুখপাত্র ডেডি কুরনিয়াওয়ান বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে একটি দাহ্য তরল প্রজ্বলিত হওয়ার সময় বিস্ফোরণ ঘটে এবং এতে কাছাকাছি থাকা অক্সিজেন ট্যাঙ্কগুলোও বিস্ফোরিত হয়।

তবে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় কর্মকর্তারা।

এই বিপর্যয়ের জন্য ‘গভীরভাবে দুঃখ’ প্রকাশ করেছে ওই শিল্প পার্ক পরিচালনাকারী সংস্থা।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৩৮   ৮৮ বার পঠিত