রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

সবাইকে নির্বাচনি আচরণবিধি মেনে চলতে হবে: ফরিদপুরের ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সবাইকে নির্বাচনি আচরণবিধি মেনে চলতে হবে: ফরিদপুরের ডিসি
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



সবাইকে নির্বাচনি আচরণবিধি মেনে চলতে হবে: ফরিদপুরের ডিসি

ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কামরুল আহসান তালুকদার বলেছেন, নির্বাচনের কাজে সকলকে নির্বাচনি আচরণবিধি মেনে চলতে হবে। নির্বাচনের কাজে শৈথিল্য দেখালে কাউকে ছাড় দেওয়া হবে না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধিমালা ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রবিবার বিকাল ৩টায় সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম সেবা, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার, ফরিদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ।

এর আগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের জন্য নির্বাচনি আচরণ বিধিমালা, ভোট গ্রহণ ও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে দ্বাদশ জাতীয় নির্বাচনি কাজে দায়িত্বপ্রাপ্ত সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯:২৮:৩৮   ১৫০ বার পঠিত