বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

হজযাত্রী নিবন্ধের সময় বাড়লো ১৮ জানুয়ারি ২০২৪ পর্যন্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » হজযাত্রী নিবন্ধের সময় বাড়লো ১৮ জানুয়ারি ২০২৪ পর্যন্ত
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩



হজযাত্রী নিবন্ধের সময় বাড়লো ১৮ জানুয়ারি ২০২৪ পর্যন্ত

হজযাত্রী নিবন্ধের সময় ১৮ জানুয়ারি ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ সময়ের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন/প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে। আজ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহা. আবু তাহির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, প্রাথমিক নিবন্ধন করার পর ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে প্যাকেজের অবশিষ্ট মূল্য জমার মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সর্বশেষ প্রাপ্ততথ্যে ২ হাজার ৯৫২ জন সরকারিভাবে এবং ২২ হাজার ৯৬১ জন বেসরকারিভাবে নিবন্ধিত হয়েছেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন ২০২৪ (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী বছরেও দেশের এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯:২০:৫৮   ৯৪ বার পঠিত