শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

রংপুর বিভাগের ৩৩ আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণে পুলিশ প্রস্তত: ডিআইজি

প্রথম পাতা » ছবি গ্যালারী » রংপুর বিভাগের ৩৩ আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণে পুলিশ প্রস্তত: ডিআইজি
শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪



রংপুর বিভাগের ৩৩ আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণে পুলিশ প্রস্তত: ডিআইজি

রংপুর রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন বলেছেন, রংপুর বিভাগের আট জেলার ৩৩টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ নিবাচনের ভোট গ্রহণে পুলিশ বাহিনী প্রস্তত রয়েছে। এই নির্বাচনে কেউ যদি বিশৃঙ্খলার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোটারেরা যাতে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাড়ি ফিরে যেতে পারে সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে রংপুর পুলিশ লাইন মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত ব্রিফিংকালে সাংবাদিকদের এসব বলেন ডিআইপি।

ডিআইজি বলেন, নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চরাঞ্চলের ভোট কেন্দ্রগুলোতে আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি, যাতে সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। একটি করে ভোট কেন্দ্রে তিনজন পুলিশ ও ১২ জন আনছার সদস্য থাকবে। গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে অস্ত্রধারী পুলিশের পাশাপাশি আনছার সদস্যদের সংখ্যাও বেশি থাকবে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, রংপুর জেলায় ৮৫৮টির মধ্যে ৩৩৯টি কেন্দ্র গুরুত্বপূর্ণ। ২০১৪ এবং ২০১৮ এর সহিংসতার মতো এবার সেরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও জানান তিনি। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে গণমাধ্যমসহ সবার সহযোগিতা চান ডিআইজি। তিনি সাংবাদিকদের নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চালার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

এদিকে শুক্রবার দুপুরে দ্বাদশ সংসদ নির্বাচনকে নিয়ে অপর একটি সংবাদ সম্মেলন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় পুলিশ কমিশনার মনিরুজ্জামান জানান, রংপুর মহানগর এলাকার ১৯৯টি ভোট কেন্দ্রে নির্বাচনী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রংপুর মেট্রো এলাকায় ১ হাজার ১১৪ জন,পিটিসির ৭৮ জন, এপিবিএনএর ১৫০ জন এবং শিল্প পুলিশের ১২২ জনসহ ১ হাজার ৪৬৪ জন পুলিশ এবং আনসার-ভিডিপি’র ২ হাজার ৩৮৮ জন সদস্য মহানগর এলাকার দায়িত্ব পালন করবেন। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী প্রস্তুত বলে জানান তিনি। মতবিনিময়কালে মহানগর ও জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৩:৫১   ১২৭ বার পঠিত   #