শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

কুমিল্লায় কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদল নেতাসহ আটক ৩

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদল নেতাসহ আটক ৩
শনিবার, ৬ জানুয়ারী ২০২৪



কুমিল্লায় কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদল নেতাসহ আটক ৩

শুক্রবার রাতে কুমিল্লার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং কুমিল্লা সদর উপজেলার পাচতুবী ইউনিয়নের চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ডুমুরিয়া চানপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে ও সদর উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কাউসার, চানপুর এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে শাকিল প্রকাশে সাক্কু, চানপুর এলাকার মোবারক হোসেনের ছেলে সাইমন।

পুলিশ জানায়, শুক্রবার (৫ জানুয়ারি) রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। মধ্যরাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ককটেল বিস্ফোরণ ও কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত কুমিল্লা আদর্শ সদর উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক নাজমুল হাসান কাউসারসহ তিন জনকে আটক করে পুলিশ। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সাবেক প্রেসিডেন্ট নোমানের নির্দেশনায় তারা শহর জুড়ে ককটেল বিস্ফোরণ এবং ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

এই বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান সময় সংবাদকে জানান, ককটেল বিস্ফোরণ ও ভোট কেন্দ্রে আগুন দেয়ার ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে পুলিশ। ককটেল বিস্ফোরণ ও কেন্দ্রে আগুন দেয়ার ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৩০   ১০৩ বার পঠিত   #