শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন পর্যবেক্ষক দলের সাক্ষাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন পর্যবেক্ষক দলের সাক্ষাত
শনিবার, ৬ জানুয়ারী ২০২৪



পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন পর্যবেক্ষক দলের সাক্ষাত

সিলেটে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাত করেছেন মার্কিন পর্যবেক্ষক দল।
গতকাল শুক্রবার রাতে সিলেট নগরীরতে পররাষ্ট্রমন্ত্রীর বাসভবন হাফিজ কমপ্লেক্সে মার্কিন পর্যবেক্ষক দল সাক্ষাত করেন।
সাক্ষাতকালে মার্কিন পর্যবেক্ষক দলের সদস্যদের মধ্যে ছিলেন-আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, আইআরআইয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ ও আইআরআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগস্ট্রা।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, মার্কিন পর্যবেক্ষক দলের সদস্যরা সাক্ষাতকালে নির্বাচন নিয়ে কোন মন্তব্য করেনি। তারা তথ্য সংগ্রহ করছে। আগামীতে আওয়ামীলীগ ও বিএনপি’র মধ্যে কিভাবে তিক্ততা কমানো যায়, বিএনপি কেন নির্বাচনে আসেনি - এ বিষয়ে জানতে চেয়েছে পর্যবেক্ষক দল।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ২২৭ জন পর্যবেক্ষক ও অসংখ্য সাংবাদিক আসবে। এসময় পররাষ্ট্রমন্ত্রী নির্বাচন পর্যবেক্ষণকে ব্যক্তিগতভাবে অপছন্দ করেন জানিয়ে বলেন, আমরা আমাদের ভোট দেব। জনগণ যেভাবে ভোট দিবে তাতেই আমি খুশি, জনগন ভোট না দিলে নাই। এটার সার্টিফিকেট বিদেশীদের কাছ থেকে কেন নিতে হবে। আমেরিকা-ভারতের মতো পৃথিবীর অনেক দেশে নির্বাচনে পর্যবেক্ষক থাকে না।
অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভিসানীতি নিয়ে যুক্তরাষ্ট্র যদি তাদের কথায় ঠিক থাকে, তাহলে বিএনপি নেতাদের উপর ভিসা নীতি প্রয়োগ করা উচিত। কারণ, তারা নির্বাচন বানচাল করতে চাইছে।
এসময় তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশে বিএনপির জনপ্রিয়তা অনেকটা কমে গেছে। তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বিএনপির দাবী দু’টি। একটি হলো প্রধানমন্ত্রীর অপসারণ, দ্বিতীয়টি খালেদা জিয়াকে সাজা না দেয়া। খালেদা জিয়াকে জেলের সাজা সরকার দেয়নি মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের পদত্যাগ কোন গণতান্ত্রিক সমাজে হয় না। এটা সামরিক শাসনে সম্ভব। নেতৃত্বে অপরিপক্কতার কারণে তারা বারে বারে বিভিন্ন ইস্যু টেনে আনছে।
নির্বাচন কমিশন এখন শক্তিশালী বলেই আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণা বিষয়ে কড়াকড়ি করছে। একইভাবে বিএনপির ওপর সমানভাবে কড়াকড়ি আরোপ করা উচিত বলে মন্তব্যও করেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:০৪   ৯৩ বার পঠিত   #