বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আবদুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আবদুর রহমান
বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪



২০১৪ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে ফরিদপুর-১ আসনে নির্বাচিত হলেও ২০১৮ নির্বাচনে তাকে মনোনয়ন দেয়া হয়নি। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে শুধু দলীয় মনোয়ন নয়, ভোট জয়ের পর একবারে মন্ত্রিসভায় স্থান দেয়া হলো।

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আবদুর রহমান

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আবদুর রহমান। একাদশ জাতীয় সংসদে এ মন্ত্রণালয় সামলেছেন শ ম রেজাউল করিম।

আবদুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে নবম ও দশম জাতীয় সংসদেও তিনি সংসদ সদস্য ছিলেন। তবে এবার তাকে মন্ত্রিসভায় স্থান দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন তিনি।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বর্তমানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৪ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে ফরিদপুর-১ আসনে নির্বাচিত হলেও ২০১৮ নির্বাচনে তাকে মনোনয়ন দেয়া হয়নি।

দ্বাদশ জাতীয় নির্বাচনে আব্দুর রহমান ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) সংসদীয় আসনে ১ লাখ ২৩ হাজার ৩৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন (ঈগল) পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯ ভোট।

এ আসনে ৩৮ হাজার ৩৪২ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:১৪:১৩   ১০৭ বার পঠিত