সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪

গ্যাস সংকটে আবারো যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্যাস সংকটে আবারো যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪



গ্যাস সংকটে আবারো যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা গ্যাস সংকটে উৎপাদন বন্ধ হয়েছে বলে নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক(প্রশাসন) দেলোয়ার হোসেন। তিনি বলেন,সোমবার(১৫ জানুয়ারি) বিকাল ৩টায় গ্যাসের চাপ কমে যাওয়ায় সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

কারখানা সূত্র জানায়, পূর্বেও যমুনা সার কারখানায় নির্ধারিত চাপে গ্যাস সরবরাহ না পাওয়ায় গত ৫/৯/২০২৩ ইং তারিখে সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন বন্ধ থাকার পর সংকট কাটিয়ে একই বছর ০১/১১/২০২৩ ইং তারিখে গ্যাস সরবরাহ দেয় তিতাস কর্তৃপক্ষ। পরে ০২/১১/২০২৩ ইং তারিখে ফের উৎপাদনে যায় যমুনা সার কারখানা।

১৯৯১ সালে যমুনা সার কারখানা প্রতিষ্ঠিত হয়। শুরুতে যমুনা সার কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭শ টন। গ্যাসের চাপ কমে যাওয়ায় ১ হাজার ৩শ টনে নেমে আসে উৎপাদন ক্ষমতা। বর্তমানে কারখানাটি দেশের ১৬ জেলার সারের চাহিদা মিটিয়ে আসছে বলে কারখানা সূত্র জানায়।

বাংলাদেশ সময়: ২২:৩২:৪০   ৬১ বার পঠিত