ব্রাজিলের ক্রুজেইরো দো সুলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) বিকেলে পশ্চিম ব্রাজিলে এই ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া, জলবায়ু ও ভূ-তত্ববিষয়ক সংস্থা ভোলকেনো ডিসকভারি বলছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৫৯২ কিলোমিটার (৩৬৮ মাইল) গভীরতায়। এটি স্থানীয় সময় বিকেল ৫টা ৩১ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্প ভূপৃষ্ঠের নিচে আপেক্ষিক গভীরতার কারণে ভূমিকম্পের শক্তি কম হয়েছে।
এ ঘটনায় ভূমিকম্পের কেন্দ্র থেকে ১২২ কিলোমিটার দূরে অবস্থিত তারাউয়াকা, ১৩২ কিলোমিটার দুরের এনভিরা ও ১৪৫ দুরের শহর ক্রুজেইরো দো সুলে কম্পন অনুভূত হয়েছে।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১১:৪০:২৯ ৮০ বার পঠিত