প্রাক-অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে হোঁচট খেয়েছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে তারা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পেরুর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা।
ভেনেজুয়েলার পলিদেপোর্টিভো মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও পেরু। প্রথম হাফে গোলশূন্য থাকার পর দ্বিতীয় হাফের শুরুতেই গোল পায় আর্জেন্টিনা। ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ডেথলক ভাঙেন থিয়েগো আলমাদা।
পেরুও এরপর গোল শোধে মরিয়া ওয়ে ওঠে। কিন্তু তারা বারবার ব্যর্থ হয় আর্জেন্টিনার রক্ষণে গিয়ে। শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে থিয়াগো আলমাদার কাছ থেকে বল পেয়ে দ্বিগুণ লিডে জয় নিশ্চিত করেন লুসিয়ানো গুনদো।
এই ম্যাচ জিতে গ্রুপ ‘বি’র টেবিলের শীর্ষে ওঠে গেছে আর্জেন্টিনা। ২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪। আর ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে পেরু। অলিম্পিকে জায়গা করে নিতে টেবিলের শীর্ষে থাকতে হবে আর্জেন্টিনার। কারণ ১০ দলে ভাগ হওয়া দুই গ্রুপের দুই শীর্ষ দল জায়গা পাবে অলিম্পিকে।
বাংলাদেশ সময়: ১১:৫৭:৫৬ ৭৮ বার পঠিত