যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সঠিক উদ্যোগ নিলে ২ থেকে ৩ বছরেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হতো-এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসেফ রামাদান।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় দুঃখ প্রকাশ করে রামাদান বলেন,
নিজের রাষ্ট্র না থাকা আবার থাকার পর সেখানে যেতে না পারা, সবচেয়ে বেদনার। আমি নিজ দেশে যেতে পারছি না। স্বাধীন ফিলিস্তিনে যেতে না পারলে বাংলাদেশেই থেকে যাব।
ইসরাইলের সেনারা হারতে পারে না-এমন মন্তব্যের কারণে মুসলিম সৈনিকরা তাদের পরাজিত করার চেয়ে, আত্মরক্ষার দিকে বেশি মনযোগ দেন। আসলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সমস্যার সমাধান অসম্ভব বলেও জানান ইউসেফ রামাদান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সঠিক উদ্যোগ নিলে ২/৩ বছরেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব বলেও মনে করেন তিনি।
ব্রিটেনের স্বীকৃতি প্রসঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন,
এটি একটি শুভ উদ্যোগ। তবে ফিলিস্তিনের মানুষের প্রতি সহানুভূতি থেকে তারা এই স্বীকৃতি দিচ্ছে না। বরং তারা বৈশ্বিক সমর্থন হারাচ্ছে বলে এখন স্বীকৃতি দিতে চাচ্ছে। ভুলে গেলে চলবে না, ব্রিটিশদের কারণেই আমাদের এ করুণ পরিণতি হয়েছে। ৭৫ বছর ধরে তারা নিশ্চুপ ছিল।
উল্লেখ, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ২৬ হাজারে বেশি। আহত হয়েছেন আরও প্রায় ৬৬ হাজার মানুষ। অবরুদ্ধ এই ভূখণ্ডে দখলদার বাহিনীর এই বর্বরতা প্রায় চারমাসে পৌঁছেছে। গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এ হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
মাঝে হামাসের সাথে এক সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর গত ডিসেম্বরের শুরু থেকে গাজা উপত্যকায় পুনরায় বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। বিরতির পর শুরু হওয়া এই অভিযানে গাজায় হামলা আরও তীব্র করে দখলদার সেনারা।
বাংলাদেশ সময়: ১৪:১১:৩১ ৬১ বার পঠিত