বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থীকে নির্বাচিত ঘোষণার গেজেট হাইকোর্টে স্থগিত

প্রথম পাতা » আইন আদালত » ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থীকে নির্বাচিত ঘোষণার গেজেট হাইকোর্টে স্থগিত
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪



ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থীকে নির্বাচিত ঘোষণার গেজেট হাইকোর্টে স্থগিত

ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থী মো. আব্দুল হাইয়কে সংসদ সদস্য পদে বিজয়ী ঘোষণার গেজেটের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ আগামী দুই মাসের জন্য আজ এই স্থগিত আদেশ দেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের আনা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয় উচ্চ আদালত।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করে এডভোকেট মজিবুর রহমান।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে ৯৪ হাজার ৩৭৯ ভোট পান আব্দুল হাই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল (ট্রাক প্রতীক) পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:২৫   ১৫৮ বার পঠিত