মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

বাংলাদেশের ওপর ভিসা নীতি আগের মতোই : যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের ওপর ভিসা নীতি আগের মতোই : যুক্তরাষ্ট্র
মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪



বাংলাদেশের ওপর ভিসা নীতি আগের মতোই : যুক্তরাষ্ট্র

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় এক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল মার্কিন ভিসা নীতি। নির্বাচনের পরও থেমে নেই সেই আলোচনা। এবার বাংলাদেশের ওপর ভিসা নীতি নিয়ে নিজেদের অবস্থান খোলাসা করল যুক্তরাষ্ট্র। সেখানে নতুন করে বাংলাদেশের ওপর কোনো নিষেধাজ্ঞা বা তার পরিকল্পনা নেই বলেই জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

স্থানীয় সময় সোমবার (৫ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ের পর বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করা হলে এভাবেই নিজেদের অবস্থান জানান দেন স্টেট ডিপার্টমেন্টের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল।

বেদান্ত বলেন, বাংলাদেশ ইস্যুতে ভিসানীতি এবং তা পরিবর্তনের বিষয়ে নতুন কোনো খবর আমার কাছে নেই। এতে কোনো পরিবর্তন হয়নি। ভিসানীতির বিষয়টি এমন নয় যে, নির্বাচন সম্পন্ন হয়েছে আর তাই সূর্য ডুবে গেছে।

এরপরও সাংবাদিকরা সুনির্দিষ্টভাবে জানতে চান, ভিসা নিষেধাজ্ঞা এখনো চলমান কি না। জবাবে বেদান্ত বলেন, ‘হ্যাঁ, ভিসানীতি বহাল আছে। তবে, প্রয়োগে কোনো পরিবর্তন হয়নি।’

এর আগে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার প্রসঙ্গটিও উঠেছে। সেখানে ড. ইউনূসের মামলা পরিচালনায় স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৫:১৬:০২   ৭০ বার পঠিত