উত্তর কোরিয়ার হুমকি বৃদ্ধির পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল শনিবার তার দেশের মেরিন সেনাদের বলেছেন, উস্কানি দেওয়া হলে ‘প্রথমে পদক্ষেপ নিন, পরে রির্পোট করুন’। খবর এএফপি’র।
পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া এ বছর দক্ষিণ কোরিয়াকে তাদের দেশের ‘প্রধান শত্রু’ হিসেবে ঘোষণা করে পুন:একত্রীকরণ এবং প্রচারের কাজে নিয়োজিত বিভিন্ন সংস্থা বন্ধ করে দিয়েছে এবং আঞ্চলিক আইন লঙ্ঘন করে ০.০০১ মিলিমিটার ভূখন্ডও দখল করা হলে পিয়ংইয়ং যুদ্ধের হুমকি দিয়েছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শুক্রবার আবারো বলেছেন, আক্রান্ত হলে পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়াকে ‘ধ্বংস করতে’ কোন দ্বিধা করবে না।
তিনি সিউলকে উত্তর কোরিয়ার ‘সবচেয়ে বিপজ্জনক, এক নম্বর শত্রু রাষ্ট্র এবং চিরশত্রু’ বলে অভিহিত করেন।
২০২২ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই দক্ষিণ কোরিয়ার চৌকস নেতা ইউন উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় যৌথ সামরিক মহড়াসহ যুক্তরাষ্ট্র ও জাপানের সাথে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে।
তার দপ্তর জানায়, ইউন রিপাবলিক অফ কোরিয়া মেরিন কর্পস শাখার সামনের সারি পরিদর্শনের সময় বলেন, ‘যদি শত্রুরা আমাদের উস্কানি দেয়, তাহলে আপনারা ‘আগে পদক্ষেপ নিন, পরে রিপোর্ট করুন’ নীতিটি মেনে চলুন এবং শত্রুর ইচ্ছাকে একেবারে ভেঙ্গে দিতে কোন দ্বিধা না করেই চূড়ান্ত এবং অপ্রতিরোধ্যভাবে জবাব দিন।’
ইউন গত মাসেও এবং ডিসেম্বরে সম্মুখসারির এক সেনা ইউনিট পরিদর্শনকালে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৩৭:৫৫ ৭৩ বার পঠিত