বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

অপরাধীরা সরকার গঠন করলে দেশ আরও অস্থিতিশীল হবে: পিটিআই নেতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » অপরাধীরা সরকার গঠন করলে দেশ আরও অস্থিতিশীল হবে: পিটিআই নেতা
বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪



অপরাধীরা সরকার গঠন করলে দেশ আরও অস্থিতিশীল হবে: পিটিআই নেতা

পাকিস্তানে জোট সরকার গঠন করতে যাচ্ছে নওয়াজ শরিফের পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি। এ নিয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কেন্দ্রীয় নেতা রাউফ হাসান বলেছেন, জনগণ প্রত্যাখ্যান করেছে এমন অপরাধীদের নিয়ে সরকার গঠন করলে দেশ আরও অস্থিতিশীল হবে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ কথা বলেন পিটিআই-এর তথ্যসচিব। খবর দ্য ডনের।

এক্স পোস্টে তিনি লেখেন,

পাকিস্তানকে আরও অস্থিতিশীলতার পথে নিয়ে যাওয়া হচ্ছে। পাকিস্তানকে এই সংকটময় পরিস্থিতি থেকে বের করে আনার স্বপ্ন ও ক্ষমতা দুটোই ইমরান খানের রয়েছে। তিনিই সেই ব্যক্তি যিনি জনগণের অপ্রতিরোধ্য বিশ্বাস ও আস্থার প্রতিদান দিয়েছেন। তবে রাতের অন্ধকারে তার ম্যান্ডেট চুরি করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি দেশটির ‘গণতান্ত্রিক রীতিনীতি ও আদর্শের একেবারে মূলে আঘাত করছে। পাশাপাশি এটি ‘জাতীয় স্বার্থ’ এবং এর জনগণের কল্যাণের প্রতি অনীহার প্রকাশ।’

পিএমএল-এনের নেতৃত্বে একটি সম্ভাব্য জোট সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন,

জনগণ প্রত্যাখ্যান করেছে এমন একগুচ্ছ অপরাধীকে নিয়ে সরকার গঠনের সিদ্ধান্ত দেশটির গুরুতর চ্যালেঞ্জের মধ্যদিয়ে যাওয়ার চিত্রকেই আরও গভীরভাবে প্রতিফলিত করছে।

তিনি আরও বলেন, ‘জনগণ যাদের নেতা হিসেবে বেছে নিয়েছে, তাদের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ হয়। এতে সংখ্যাগরিষ্ঠ আসন পায় পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা। এছাড়াও নির্বাচনের ফল প্রকাশে নজিরহীন বিলম্ব হওয়ায় শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকেই ‘কারচুপি’র অভিযোগে পাকিস্তানজুড়ে বিক্ষোভ করছেন পিটিআই-এর কর্মী-সমর্থকরা।

বাংলাদেশ সময়: ১৫:০৫:০৩   ১২৪ বার পঠিত