মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

রমজান মাসের চাঁদ দেখা যাবে কবে, জানা গেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » রমজান মাসের চাঁদ দেখা যাবে কবে, জানা গেল
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪



রমজান মাসের চাঁদ দেখা যাবে কবে, জানা গেল

মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে আগামী ১২ মার্চ (মঙ্গলবার) রমজান মাস শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে কিছুকিছু দেশে ১১ মার্চ (সোমবার) থেকে রমজান মাস শুরু হবে।

জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি) বরাত দিয়ে সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, ১০ মার্চ (রোববার) রমজান মাসের নতুন চাঁদ দেখা অসম্ভব বলে ধারণা করা হচ্ছে।

গবেষকরা বলছেন, ওই দিন আরব ও ইসলামি বিশ্বের কোথাও খালি চোখে কিংবা টেলিস্কোপ ব্যবহার করেও রমজান মাসের নতুন চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছেন তারা। তবে টেলিস্কোপ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কিছু অংশ থেকে বিশেষ করে পশ্চিমাঞ্চলে নতুন চাঁদ দেখা যেতে পারে।

রমজান মাস কবে শুরু হবে, গত ডিসেম্বরেই সম্ভাব্য সেই তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ওয়েবসাইটে ১২ ডিসেম্বর বলা হয়, আগামী ১২ মার্চ (মঙ্গলবার) সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস শুরু হতে পারে।

আইএসিএডির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রমজান মাস ২৯ দিন হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে সৌদি আরবে ১২ মার্চ রমজান শুরু হলে বাংলাদেশে তার পরেরদিন অর্থাৎ ১৩ মার্চ থেকে রমজান শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২:০৩:৫৩   ৯৯ বার পঠিত