বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক
বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪



শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিম এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য শাজাহান খান, ফাহমী গোলন্দাজ বাবেল, এস এম আল মামুন, এস. এম. ব্রহানী সুলতান মামুদ, মোঃ আসাদুজ্জামান এবং মোঃ আবদুল্লাহ আলোচনায় অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। দ্বাদশ জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক হওয়ায় উপস্থিত সকল সদস্য ও কর্মকর্তাদের পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়।

বিগত একাদশ জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যগণকে অবহিত করা হয়।

এছাড়াও মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংস্থাসমূহের কার্যাবলীর উপর কমিটির সদস্যগণকে অবহিত করা হয়।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১৬:১৭   ৫১ বার পঠিত