দিনাজপুরের হিলি সীমান্তে মোটরসাইকেলের সিটের নিচ থেকে প্রায় এক কোটি সাড়ে ১২ লাখ টাকা মূলের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মেহেদী হাসান (৩৪) নামে এক যুবককে আটক করা হয়।
আটক মেহেদী হাসান হিলির উত্তর বাসুদেবপুর গ্রামের আবু তোরাফ হাজীর ছেলে।
মঙ্গলবার (৫ মার্চ) রাতে ২০ বিজিবির উপ-অধিনায়ক মেজর আফিক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সাতকুড়ি রেলগেটের পাশ থেকে মেহেদী নামে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কথাবার্তায় সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বারও জব্দ করা হয়।
জব্দ করা স্বর্ণের বাজারমূল্য এক কোটি ১২ লাখ ৪০ হাজার ৮১০ টাকা।
আটক মেহেদীকে হাকিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:২৮:১০ ৯৬ বার পঠিত