রবিবার, ১০ মার্চ ২০২৪

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের শ্রদ্ধা
রবিবার, ১০ মার্চ ২০২৪



টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান আজ শ্রদ্ধা জানিয়েছেন।
এ সময় তার সঙ্গে ছিলেন- যুগ্ম-সচিব মোসা. ফেরদৌসী বেগম, উপ-সচিব দীপক কুমার রায়, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজির লিটন।
তারা রোববার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শৃংখল মুক্তির এ মহানায়কের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এরপর পবিত্র ফাতেহা পাঠ করে ওই চার কর্মকর্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের বুলেটে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্য ও ৭১ এ মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য।
এ সময় স্থানীয় কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন- গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে তারা পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৪৭   ৯১ বার পঠিত