নতুন প্রজম্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য নারায়ণগঞ্জে ৬ দফা মঞ্চ করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান।
বুধবার (১৩ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত দুই সাংবাদিকের পরিবারকে আর্থিক অনুদান প্রদানের সময় তিনি এ ঘোষণা দেন।
শামীম ওসমান বলেন, যারা নারায়ণগঞ্জে ৬ দফা আন্দোলনের ইতিহাস বিকৃতি করেছেন এরাই রাজাকারের সন্তান, এরাই মুখোশধারী শয়তান। তারা নারায়ণগঞ্জকে অসম্মানিত করেছেন। যদি ভুল করে বলে থাকেন তাহলে সবার কাছে ক্ষমা চান।
তিনি বলেন, আর যদি চ্যালেঞ্জ করেন তাহলে আমার কাছে সব ডকুমেন্ট আছে চাইলে সবার কাছে উপস্থাপন করব। যাতে করে নারায়ণগঞ্জের মানুষ সঠিক ইতিহাসটা জানে। আর যারা ইতিহাস বিকৃতি করে বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি।
তিনি আরও বলেন, এই টাউন হলের সামনে আমি ভবিষ্যতে নারায়ণগঞ্জে ৬ দফা মঞ্চ করব। রাজনৈতিক অঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনের যারা ভাষাসৈনিক ছিলেন তাদের স্মৃতি ও বঙ্গবন্ধুর নারায়ণগঞ্জে স্মৃতি নিয়ে একটা মিউজিয়াম করব। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে সেখানে নারায়ণগঞ্জের সঠিক ইতিহাস তুলে ধরা হবে। যাতে করে আমাদের পরবর্তী নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জেনে আমাদের প্রতি সম্মান দেখায়।
শামীম ওসমান বলেন, আমার বাবা এ কে এম সামসুজ্জোহা ৩৭ বছর আগে মারা গেছেন। যিনি মুক্তিযুদ্ধ সংগঠন, ভাষাসৈনিক, বঙ্গবন্ধুকে রক্ষা করতে গিয়ে বুকে গুলি খেয়েছেন। যার কথা বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে বারবার লিখে গেছেন। জাতির পিতার কন্যাও তার বক্তব্যে যার কথা বলেছেন। ৬ দফা আন্দোলনের যে সমাবেশ হয়েছিল টাউন হল ময়দানে এটার সভাপতিত্ব করেছে আমার বাবা সামসুজ্জোহা। এই ৬ দফা সমাবেশ থেকেই বঙ্গবন্ধুকে বলা হয় আপনি ৫ কোটি মানুষের না আপনি ১০ কোটি মানুষের প্রতিনিধি।
তিনি বলেন, গত ১০ বছর ধরে আমার ও আমার পরিবার সম্পর্কে অনেক খারাপ কথা বলছে। তাদের একজন চেক জালিয়াতির কারণে সাজাপ্রাপ্ত হয়ে জেল খেটেছেন। বাকি দুইজনের একজন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও এক রাজাকারের ছেলে। আমি কখনো কোথাও এর প্রতিবাদ করিনি। কারণ আমি তাদেরকে কাউন্ট করি না। কিন্তু ৭ মার্চ ছিল আমার মায়ের মৃত্যুবার্ষিকী। সেদিন হঠাৎ করে আমার বাবা ও দাদুর সম্পর্কে খুব আপত্তিজনক কথা বলা হয়েছে। ইতিহাসটাকেই বিকৃতি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৪১:৪৯ ১৫৯ বার পঠিত