জাতিসংঘর প্রধান অ্যােেন্তানিও গুতেরেস বলেছেন, রাখাইন রাজ্যের গ্রামগুলোতে মিয়ানমারের সামরিক জান্তার চলমান বিমান হামলার খবরে তিনি ‘শঙ্কিত’।
স্থানীয়রা এএফপি’কে জানিয়েছে, সোমবার সেখানে বিমান হামলায় ২০ জনের বেশী লোক মারা গেছে।
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের পর থেকে থমকে গেছে
সেনাবাহিনীর ২০২১ সালের অভ্যুত্থানের পর ব্যাপক ভিত্তিক চুক্তির অবসান ঘটে এবং এরপর গত নভেম্বরে আরাকান আর্মি (এএ) নিরাপত্তা বাহিনীর ওপর হামলা শুরু করে। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের পর থেকে পরিস্থিতি এখন থমকে গেছে।
সোমবার জাতিসংঘ প্রধানের মুখপাত্র বলেছেন, গুতেরেস ‘সেনা বাহিনীর চলমান বিমান হামলার খবরে উদ্বিগ্ন, মিনবিয়া শহরতলীতে আজকে অনেক বেসামরিক মানুষ হত্যা ও আহত হয়েছে বলে জানা গেছে। সাম্প্রতিক সপ্তাহে আরাকান আর্মির যোদ্ধারা এই অঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলে।
বাংলাদেশ সময়: ১২:৫৮:২৭ ১৩০ বার পঠিত