ইসরায়েল ওয়াশিংটনের কাছে যে সকল অস্ত্রের অনুরোধ করেছিল তা সরবরাহ করা হয়নি বলে জানিয়েছেন মার্কিন এক শীর্ষ জেনারেল। কারণ হিসেবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এই মুহূর্তে অস্ত্র সরবরাহে রাজি নন। গত বৃহস্পিতিবার তিনি এ কথা জানান। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এই সপ্তাহের শুরুর দিকে ওয়াশিংটনে ছিলেন।
তখন তিনি হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্রের একটি তালিকা উপস্থাপন করেছিলেন বলে জানা গেছে।
ডিফেন্স রাইটার্স গ্রুপ আয়োজিত একটি অনুষ্ঠানে জেনারেল চার্লস কিউ ব্রাউন বলেন, ‘যদিও আমরা তাদের (ইসরায়েল) সমর্থন করে আসছি, তবে তারা যা চেয়েছে তা তারা পায়নি।’ তিনি বলেন, “এর আংশিক কারণ হতে পারে, তারা আমাদের কাছে যা চেয়েছে, তা হয়তো আমাদের দেওয়ার সামর্থ নেই অখবা আমরা এখন দিতে ইচ্ছুক নই।” তবে ইসরায়েলকে কী ধরনের অস্ত্র দেওয়া হচ্ছে না, সে সম্পর্কে তিনি বিশদ বিবরণ দেননি।
বেসামরিক হতাহতের বিষয়ে ওয়াশিংটন ইসরায়েলকে আরো সতর্কতা অবলম্বন করতে বলে আসছে। এ ছাড়া বাইডেন প্রশাসন মিসরের সীমান্তবর্তী ফিলিস্তিনি শহর রাফাতে ইসরায়েলি আক্রমণের বিষয়েও সতর্ক করেছে। সেখানে মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। পশ্চিমা বিশ্বের চাপ থাকা সত্বেও ইসরায়েল রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।
মার্কিন কর্মকর্তারা বলেছেন, আক্রমণ করা ছাড়াও আরো ভালো বিকল্প রয়েছে, যা ইসরায়েল নিতে পারে এবং হামাসকে দুর্বল করতে পারে।
তবে নেতানিয়াহু বলেছেন, হামাসের বিরুদ্ধে জয়লাভের জন্য এবং ভবিষ্যতে সন্ত্রাসী হামলা ঠেকাতে রাফাতে আক্রমণ চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েলি বাহিনী আরো জানিয়েছে, ‘তারা রাফাহ আক্রমণের আগে বেসামরিক লোকদের গাজার দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করছে।’ এ বিষয়ে ব্রাউন গত বৃহস্পতিবার বলেছিলেন, ‘বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ইসরায়েল তাদের পরিকল্পনা সম্পর্কে বিস্তৃত বিবরণ দিয়েছে। কিন্তু আমরা পরিকল্পনার আরো বিশদ বিবরণ শুনতে চাই।
কীভাবে তারা এই পরিকল্পনা বাস্তবায়ন করবে।’
সূত্র: এবিসি নিউজ, আল-অ্যারাবিয়া
বাংলাদেশ সময়: ১২:৩২:৩৫ ৮০ বার পঠিত