বিশ্বের অন্যতম সেরা সুন্দরী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ১৯৯৪ সালের ‘মিস ইউনিভার্স’ বিজয়ী তিনি। তারপর থেকে বহু পুরুষের রাতের ঘুম কেড়েছেন সুস্মিতা। সম্পর্কে জড়িয়েছেন বারবার। সংখ্যাটা হাফ ডজনের বেশি। কিন্তু কারও সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেননি লম্বাদেহী এই নায়িকা।
সুস্মিতা সেনের বর্তমান বয়স ৪৮ বছর। এই বয়সে এসে সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে ‘অভিনেত্রী জানালেন, তিনি বিয়ে করতে ইচ্ছুক। তবে তার জন্য রেখেছেন কিন্তু। সাক্ষাৎকারে বিয়ে সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সুস্মিতা বলেন, ‘যদি ব্যক্তিটি সঠিক হয়, তবে অবশ্যই আমি বিয়ে করব।’
নায়িকারি কথায়, ‘বিয়ে করার জন্য আমি কখনোই সামাজিক চাপ কিংবা বয়সকে পাত্তা দিই না। তার চেয়ে বরং সঠিক মানুষটাকে গুরুত্ব দিই। যেদিন এমন কোনো পুরুষ জীবনে আসবে, যাকে দেখে মনে হবে, হ্যা, একেই বিয়ে করা যায়, তখন করব। তার আগে এই বেশ ভালো আছি।’
সাবেক প্রেমিকদের সম্পর্কে সুস্মিতা বলেন, ‘সাবেকদের সঙ্গে বন্ধুত্ব রাখাটা কঠিন। তবে যদি ব্রেকআপে তিক্ততা না থাকে তো বন্ধুত্ব রাখাই যায়।’
তবে বিয়ে না করলেও দুই সন্তানের মা ঠিকই হয়েছেন সুস্মিতা সেন। কিন্তু কোনো পুরুষের সন্তান গর্ভে ধারণের মাধ্যমে নয়, দত্তক নিয়ে। ২০০০ সালে মাত্র ২৫ বছর বয়সে রেনী নামে এক বাচ্চা মেয়েকে দত্তক নিয়ে ইতিহাস সৃষ্টি করেন সুস্মিতা।
কারণ, ওই সময় অবিবাহিত একজন নারী হিসেবে সন্তান দত্তক নেওয়ায় সামাজিকভাবে গ্রহণযোগ্যতার প্রশ্ন ওঠে। এ নিয়ে আদালতে মামলাও করেন একদল লোক। কিন্তু মুম্বাই আদালত তাদের সেই মামলা খারিজ করে দেন, জয়লাভ করেন সুস্মিতা। বিয়ে না করেও হয়ে যান সন্তানের মা।
সেই রেনী এখন বিবাহযোগ্য পরিপূর্ণ একজন নারী। রেনীকে দত্তক নেওয়ার ১০ বছরের মাথায় ২০১০ সালের ১৩ জানুয়ারি আলিশা নামে তিন মাস বয়সি আরও একটি মেয়েকে দত্তক নেন সুস্মিতা। যার বয়স এখন ১৪ বছর। দুই মেয়েই সুস্মিতার খুব আদরের। মেয়েরাও মা ছাড়া কিছুই বোঝে না।
বাংলাদেশ সময়: ১২:৫৩:১১ ৭৭ বার পঠিত