আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪। অতীতে এই দিনে বিশ্বে ঘটেছে নানা ঘটনা। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৪৫১ - দিল্লির বাদশাহ আলম শাহ সিংহাসন ছাড়েন।
১৭৭০ - ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন।
১৭৭৫ - যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শুরু।
১৭৮২ - নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রকে স্বীকৃতি দেয়।
১৮৩৯ - লন্ডন চুক্তির মাধ্যমে বেলজিয়ামের স্বাধীনতা লাভ।
১৯৪৮ - মিয়ানমার জাতিসংঘে যোগদান করে।
১৯৫৪ - পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত। পাকিস্তানের গণপরিষদ উর্দু এবং বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়।
১৯৭৫ - ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়।
জন্ম
১৩২০ - পর্তুগালের রাজা প্রথম পেদ্রো।
১৮৩২ – হোসে এচেগারাই, স্পেনীয় কবি ও নাট্যকার, নোবেল পুরস্কার বিজয়ী।
১৮৭৩ – সিডনি বার্নস, ইংরেজ ক্রিকেটার।
১৮৮২ – জেতুলিউ ভার্গাস, ব্রাজিলীয় উকিল এবং রাজনীতিবিদ, ব্রাজিলের ১৪তম প্রেসিডেন্ট।
১৯০৯ - শ্রীরামকৃষ্ণ অনুশাসনের স্বামী লোকেশ্বরানন্দ।
১৯১২ – গ্লেন থিওডোর সিবোর্গ, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ।
১৯৩১ – ফ্রেড ব্রুক্স, মার্কিন সফটওয়্যার প্রকৌশলী এবং কম্পিউটার বিজ্ঞানী।
১৯৩৩ – ডিকি বার্ড, ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠ আম্পায়ার ছিলেন। জায়ন ম্যান্সফিল্ড, মার্কিন মডেল ও অভিনেত্রী।
১৯৩৫ – ডুডলি মুর, ইংরেজ অভিনেতা, কৌতুক অভিনেতা এবং পিয়ানোবাদক।
১৯৪৪ – জেমস হেক্ম্যান, মার্কিন অর্থনীতিবিদ এবং একাডেমিক, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৫৫ - পাকিস্তানের কমেডি রাজা হিসেবে পরিচিত উমর শরিফ।
১৯৫৭ – মুকেশ আম্বানি, ভারতীয় ব্যবসায়ী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।
১৯৬৬ – পল রেইফেল, অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও আম্পায়ার।
১৯৬৮ – আরশাদ ওয়ার্সী, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
১৯৭২ – রিভালদো, ব্রাজিলিয়ান ফুটবলার।
১৯৭৫ – জেসন গিলেস্পি, অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও কোচ।
১৯৭৭ – অঞ্জু ববি জর্জ, ভারতীয় দীর্ঘ জাম্পার।
১৯৭৮ – জেমস ফ্র্যাঙ্কো, মার্কিন অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার। গাব্রিয়েল হাইনৎসে, আর্জেন্টিনার ফুটবলার।
১৯৭৯ – কেট হাডসন, মার্কিন অভিনেত্রী।
১৯৮১ – হেইডেন ক্রিস্টেনসেন, মার্কিন অভিনেতা।
১৯৮৭ – জো হার্ট, ইংরেজ ফুটবলার। মারিয়া শারাপোভা, রুশ টেনিস খেলোয়াড়।
মৃত্যু
১৮২৪ - লর্ড বায়রন, এ্যাংলো-স্কটিশ কবি।
১৮৬৭ - ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেব বাহাদুর।
১৮৮১ - বেঞ্জামিন ডিসরেইলি, রিটিশ কনজারভেটিভ পার্টির একজন রাষ্ট্রনায়ক, যিনি দুইবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৮৮২ - চার্ল্স্ ডারউইন, ইংরেজ জীববিজ্ঞান। তিনিই প্রথম বিবর্তনবাদের ধারণা দেন।
১৯০৬ - পিয়ের ক্যুরি, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী।
১৯১৪ - চার্লস স্যান্ডার্স পেয়ার্স, মার্কিন পদার্থবিজ্ঞানী ও দার্শনিক।
১৯৪৮ - তারা সুন্দরী, বাংলা রঙ্গমঞ্চের অভিনেত্রী।
১৯৫৮ - অনুরূপা দেবী, বাঙালি ঔপন্যাসিক। বিলি মেরেডিথ, ব্রিটিশ ফুটবলার।
১৯৭১ - বাঙালি কবি ও সাহিত্যিক নরেন্দ্র দেব।
১৯৭৪ - আইয়ুব খান, পাকিস্তানি সেনাপতি ও প্রেসিডেন্ট।
১৯৮৯ - ড্যাফনি দ্যু মারিয়েই, ইংরেজ লেখিকা এবং নাট্যকার।
১৯৯৮ - অক্তাবিও পাজ, মেক্সিকান কবি, লেখক ও কূটনীতিবিদ।
২০০৯ - জে জি ব্যালার্ড, ব্রিটিশ লেখক।
২০১৩ - মাইক ডেনিস, স্কটল্যান্ডের ল্যানার্কশায়্যার এলাকার বেলশিলে জন্মগ্রহণকারী বিশিষ্ট আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।
২০২১ – ওয়াল্টার মন্ডেল, মাযুক্তরাষ্ট্রের ৪২তম ভাইস প্রেসিডেন্ট।
২০২২ - সামিউর রহমান, বাংলাদেশের প্রথম ওয়ানডের পেসার। মোশাররফ হোসেন, বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার।
বাংলাদেশ সময়: ১৫:৩৮:৫৭ ৮১ বার পঠিত