স্মার্ট বাংলাদেশ গড়তে খামারিরা অবদান রাখবেন: সালমান এফ রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশ গড়তে খামারিরা অবদান রাখবেন: সালমান এফ রহমান
শনিবার, ২০ এপ্রিল ২০২৪



স্মার্ট বাংলাদেশ গড়তে খামারিরা অবদান রাখবেন: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, খামারিরা গরু, ছাগল, হাঁস-মুরগি পালন করে দেশে পুষ্টির চাহিদা মিটিয়েছেন। ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং গরু পালনে তারা স্বাবলম্বী হচ্ছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে খামার মালিকরা অবদান রাখবেন।

শনিবার ঢাকার দোহার উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জয়পাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান হয়। সেখানে প্রাণিসম্পদ প্রদর্শনী ও খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার লক্ষ্যে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পশু উৎপাদনে উদ্বুদ্ধকরণের মাধ্যমে দুগ্ধজাত পণ্যের বাজার তৈরি করতে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। ফলে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় পশুপালনে উদ্যোক্তারা স্বাবলম্বী হবেন।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীম আহম্মেদ ও উপজেলা সমবায় কর্মকর্তা আরিফা বানুর সঞ্চালনায় অনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১ আসনের এমপি (সংরক্ষিত) শেখ আনার কলি পুতুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমাছ উদ্দিন, দোহার সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:৩৪:০২   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
বিশ্বের অন্যান্য দেশ পারলে আমরাও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে পারবো- পরিবেশ উপদেষ্টা
আড়াইহাজারে বোরো ধান কর্তনের উদ্বোধন ও কৃষক মতবিনিময় সভা
শিক্ষার্থীদের অনুপ্রেরণায় ডিসি ‘শুধু পরীক্ষায় নয়, জীবনেও সফল হও’
সাংবাদিকদের কণ্ঠরোধে ৩২টি আইন থাকলেও সুরক্ষায় একটিও নেই : কাদের গনি চৌধুরী
শ্রমবাজার নিয়ে আলোচনা করতে মালয়েশিয়ায় আসিফ নজরুল
পুলিশ খুনি বাহিনী হতে পারে না : আইজিপি
রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করলো বিডা
জলাবদ্ধতা নিরসনে নাগরিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ