প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, খামারিরা গরু, ছাগল, হাঁস-মুরগি পালন করে দেশে পুষ্টির চাহিদা মিটিয়েছেন। ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং গরু পালনে তারা স্বাবলম্বী হচ্ছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে খামার মালিকরা অবদান রাখবেন।
শনিবার ঢাকার দোহার উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জয়পাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান হয়। সেখানে প্রাণিসম্পদ প্রদর্শনী ও খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার লক্ষ্যে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পশু উৎপাদনে উদ্বুদ্ধকরণের মাধ্যমে দুগ্ধজাত পণ্যের বাজার তৈরি করতে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। ফলে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় পশুপালনে উদ্যোক্তারা স্বাবলম্বী হবেন।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীম আহম্মেদ ও উপজেলা সমবায় কর্মকর্তা আরিফা বানুর সঞ্চালনায় অনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১ আসনের এমপি (সংরক্ষিত) শেখ আনার কলি পুতুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমাছ উদ্দিন, দোহার সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯:৩৪:০২ ৭৩ বার পঠিত