সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন, এই স্লোগানে সাতক্ষীরা ভোমরায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ কর্মশলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার শুরুতেই মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বর্তমান সরকারের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২৩ এর বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। কর্মশলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। ভোমরা স্থলবন্দর (ট্রাফিক) এর উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে ও ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহম্মেদ স্বপন, সহ সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মঈনুল ইসলাম মঈন, ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজরিহা হোসাইন।কর্মসাশালায় ভোমরা সিএন্ডএফ কর্মকর্তা, ব্যবসায়ী, শ্রমিক, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:২৪:৩৬ ৭৩ বার পঠিত