ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘শ্যামা কাব্য’ সিনেমার মহরত অনুষ্ঠান উপভোগ করেন।
মহরত অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তফা এবং স্পীকারের স্পাউজ বিশিষ্ট ফার্মাসিউটিক্যালস বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক হোসাইন উপস্থিত ছিলেন।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত ‘শ্যামা কাব্য’ চলচ্চিত্রটির সফলতা কামনা করেন।
উল্লেখ্য যে, সাইকোলজিক্যাল থ্রিলার ‘শ্যামা কাব্য’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক বদরুল আনাম সৌদ এবং সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা।
মহরত অনুষ্ঠানে সিনেমার কেন্দ্রীয় চরিত্র নীলাঞ্জনা নীলা এবং সোহলে মন্ডলসহ ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনী, শুভাশিষ ভৌমিক, সাজু খাদেম প্রমুখ শিল্পীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:২৪:১৪ ৮৭ বার পঠিত