গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ উবায়দুল কবীর চৌধুরী ও নবনির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদের সদস্যবৃন্দ।
আজ বুধবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে রেডক্রিসেন্টের নতুন নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে তারা বেদীর পাশে কিছুক্ষাণ নীরবে দ্ািড়য়ে থেকে মহান্ এ নেতার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরে তরা পবিত্র ফাতেহাপাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ আর মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দেয়া-মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায়।
এ সময় রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল, ট্রেজারার মোহাম্মদ আবদুস ছালাম, নবনির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদের সদস্য মুন্সী কামরুজ্জামান কাজল, এ্যাড. সোহানা তাহমিনা, মোঃ মস্তাক আহমদ পলাশ, রবীন্দ্র মোহন সাহা (রবি), মোঃ আব্দুল হামিদ, এ্যাড. মাহাবুবার রহমান তালুকদার, রাজিয়া সুলতানা লুনা, আলহাজ্ব গাজী মোজাম্মেল হোসেন টুকু, এ্যাড. শিহাব উদ্দিন শাহিন, বীর মুক্তিযোদ্ধা এস এম নূর মোহাম্মাদ (দুলু), মফিজুর রহমান বাবলু, রেহান আশিকুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, গোপালগঞ্জ ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সি মোঃ আতিয়ার রহমান, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান হাসমত আলী সিকদার চুন্নু, সেক্রেটারী এস এম নুর মোহাম্মাদ দুলু, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাবেক উপ মহাসচিব খোন্দকার জাকারিয়া খালেদ, ঢাকার বিডিআরসিএস খান মোঃ তাজুল ইসলাম, উপ পরিচালক (প্রশাসন)বিপ্লব কুমার বিশ্বাস, গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার জুবায়ের খানসহ আরো অনেকে সেখানে উপস্থিত ছিলেন।
জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তিনি মন্তব্য লিখে স্বক্ষর করেন।
এরপর রেড ক্রিসেন্টের চেয়ারম্যান গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট পরিদর্শন করেন। এ সময় গোপালগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিট ও রক্ত কেন্দ্রের সার্বিক কার্যক্রম নিয়ে ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি ।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য অধ্যাপক ডা. মোঃ উবায়দুল কবীর চৌধুরী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান পদে নিযুক্ত হন। এর আগে গত ২০ এপ্রিল নির্বাচনের মাধ্যমে ২০২৪-২০২৬ মেয়াদী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়।
বাংলাদেশ সময়: ২০:২৮:২২ ৯৬ বার পঠিত