মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) বলেছেন, একজন শিক্ষার্থী সুনাগরিক হিসেবে গড়ার ক্ষেত্রে স্কাউটের গুরুত্ব অপরিসীম।
আজ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাংলাদেশ স্কাউট, কাপাসিয়া উপজেলা ত্রি-বার্ষিক কাউন্সিল সভা -২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্কাউটিং হলো একটি আন্দোলন যার কাজ আনন্দের মধ্যে দিয়ে শিক্ষাদান করা।
স্কাউটিং এর মাধ্যমে একজন ছেলে বা মেয়ে তাদের প্রকৃত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারে।
সাঁতার শিক্ষা সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর অনেক শিশু পানিতে ডুবে মারা যায়। পানিতে ডুবে মারা যাওয়া রোধে কাপাসিয়া উপজেলার পুকুরগুলোতে সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, বৃক্ষরোপণ, টিকাদান, স্যানিটেশন, পরিবেশ সংরক্ষণ, বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগে সহায়তা প্রদানসহ নানান সহযোগিতামূলক কাজে বাংলাদেশ স্কাউট কাপাসিয়া উপজেলার সদস্যরা স্বতঃস্ফূর্ত ভূমিকা রাখছে।
বাংলাদেশ সময়: ২৩:০৯:১৫ ৯৭ বার পঠিত