জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড় ধ্বসে সারাদেশের সাথে উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মারিশ্যা দিঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের উপর ধ্বসে পড়লে শুক্রবার সকাল থেকে এই সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে আটকে পড়েছে বহু যানবাহন।
সংবাদ পাওয়ার পরপরই শুক্রবার ভোর থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন। জোন কমান্ডার লে: কর্ণেল খায়রুল আমিন উপস্থিত থেকে মাটি সরানোর কাজ তদারকি করছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, পাহাড় ধ্বসের সংবাদ পাওয়ার পরপরই সেনাবাহিনী এবং সড়ক ও যোগাযোগ বিভাগকে মাটি সরানোর অনুরোধ করেছি এবং ইতোমধ্যে সেনাবাহিনী কাজ শুরু করেছে।
ভারী যন্ত্রপাতি নিয়ে সড়ক ও জনপদের লোকজনও রওনা হয়েছে। তারা পৌঁছালে দ্রুত সময়ের মধ্যেই যানচলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬:৩৩:৪৪ ৭১ বার পঠিত