ঢাকার সাভারের আশুলিয়ায় সাত লাখ ৪৪ হাজার জাল টাকাসহ আব্দুর রশিদ (২৯) নামে এক জাল নোট ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান র্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।
র্যাব জানায়, ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে দীর্ঘ দিন ধরেই ওই ব্যক্তি জাল নোট বিক্রেতাদের কাছে নকল টাকা সরবরাহ করছিল। গোপন খবরে আশুলিয়ার বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে সাত লাখ ৪৪ হাজার টাকার জালনোট, দুটি মোবাইল ফোন, একটি হাতঘড়ি, একটি ইয়ারফোন, একটি ব্যাগ ও দুই হাজার ৪০ টাকা জব্দ করা হয়।
র্যাব কর্মকর্তা রাকিব মাহমুদ খান বলেন, গ্রেপ্তার জাল নোট ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে। এতে জড়িত অন্যদের ধরতে তদন্ত চলছে। এমন ঘটনার বিরুদ্ধে র্যাবের অভিযান চলবে।
বাংলাদেশ সময়: ১৬:৪৯:০৫ ৮৮ বার পঠিত