শনিবার, ৪ মে ২০২৪

ফের বাংলাদেশে ঢুকল ৩০ বিজিপি সদস্য

প্রথম পাতা » চট্টগ্রাম » ফের বাংলাদেশে ঢুকল ৩০ বিজিপি সদস্য
শনিবার, ৪ মে ২০২৪



ফের বাংলাদেশে ঢুকল ৩০ বিজিপি সদস্য

কক্সবাজারের টেকনাফ সীমান্তের দুটি পয়েন্ট দিয়ে অস্ত্র সজ্জিত আরো ৩০ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্য বাংলাদেশে ঢুকেছে।

শনিবার (৪ মে) ভোরে সাবরাংরাংয়ের নয়াপাড়া, নাজিরপাড়া থেকে মোট ৩০ জন বিজিপির সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নেন।

সূত্র বলছে, শনিবার ভোরে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। পরে তাদের বিজিবির হেফাজতে রাখা হয়।

তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিজিবির জনসংযোগ কর্মকর্তা এ বিষয়ে ব্রিফ করবেন বলে সাংবাদিকদের জানানো হয়।

সর্বশেষ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ও সেনা সদস্যেকে নানা প্রক্রিয়া শেষ করে ফেরত পাঠায় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬:২১:৪৫   ৭০ বার পঠিত