বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

মেহেরপুরে সরকারিভাবে ধান চাল ক্রয়ের উদ্বোধন

প্রথম পাতা » খুলনা » মেহেরপুরে সরকারিভাবে ধান চাল ক্রয়ের উদ্বোধন
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪



মেহেরপুরে সরকারিভাবে ধান চাল ক্রয়ের উদ্বোধন

জেলায় আজ অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান ২০২৪ উদ্বোধন করা হয়েছে। ‘সরকারি গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ। কৃষক এখন অনেক খুশি, ধানের দাম পাচ্ছে বেশি’ এ স্লোগানে আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সদর উপজেলা খাদ্য গোডাউনে আনুষ্ঠানিক ভাবে ধান, চাল ক্রয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।
মেহেরপুর জেলা খাদ্য বিভাগ অয়োজিত ধান, চাল, গম ক্রয়ের উদ্বোধন অনুষ্টানে সভাপতিত্ব করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেন। সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) দেবদূত রায়ের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার, উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজীব হাসান, জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, কৃষক আবুল কালাম আজাদ, খুশি রাইচ মিলের সত্বাধিকারী আজিরুল ইসলাম প্রমুখ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেন জানান- জেলায় ৪৫ টাকা কেজি দরে ১৬০১ মেট্রিক টন চাল, ৩২ টাকা কেজি দরে ১৮১২ মেট্রিক টন ধান, ৩৪ টাকা কেজি দরে ২২২০ মেট্রিক টন গম সংগ্রহের কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত। উদ্বোধন অনুষ্ঠানে আমঝুপি খাদ্য গোডাউন কর্মকর্তা রেবেনা পারভিনসহ কৃষক ও চালকল মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৪৯   ৭১ বার পঠিত