জিতলেই শীর্ষে ওঠার হাতছানি, এমন সুযোগই কিনা কাজে লাগাতে পারেনি সেনাবাহিনীর মেয়েরা। শুক্রবার তারা গেরে গেছে সদ্যপুরস্করণী যুব সংঘের কাছে, ২-১ গোলে। টানা চার ম্যাচ জয়ের পর প্রথম হারের স্বাদ পেল গোলাম রব্বানী ছোটনের দল। ফলে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনেই থাকল তারা ।
সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে নাসরিন স্পোর্টস একাডেমি। এক ম্যাচ বেশি খেলা আতাউর রহমান ভুঁইয়া স্পোর্টিং ১৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয়স্থানে।
কমলাপুর স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। মধ্য বিরতি থেকে ফিরেই প্রতিআক্রমনে গিয়ে কাকলি সরেনের গোলে বাজিমাত করে সদ্যপুস্করণী।
নিজেদের অর্ধ থেকে সতীর্থের বাড়ানো পাস মধ্যমাঠে পেয়ে অনেকটা দৌড়ে বক্সের ওপর থেকে দারুণ ফিনিশিং করেন কাকলি। ৮২ মিনিটে ব্যবধানও বাড়িয়ে নেয় তারা। পেনাল্টি থেকে গোল করেন শিলা আক্তার।
পিছিয়ে পড়া সেনাবাহিনী শেষ দিকে ম্যাচে ফিরতে জোর চেষ্টা চালায়।
সুবাদে সুযোগও মেলে। কিন্তু একটির বেশি গোল করতে পারেনি। যোগ করা তৃতীয় মিনিটে মাহফুজা আক্তারের দূরপাল্লার শট জাল জড়ালেও তা যথেষ্ট ছিল না।
বাংলাদেশ সময়: ২০:৪২:৪৬ ১৩২ বার পঠিত