জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ২০২৩-২৪ অর্থ বছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প” এর আওতায় নির্বাচিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য গরু বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
রোববার(২০ মে) দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ১৮জন জেলেদের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রিন্সিপাল আব্দুর রশিদ এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, জেলা মৎস্য অফিসার এস, এম, খালেকুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত, থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান,পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান সহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে গরু বকনা বাছুরগুলো বিক্রি না করে সংসারের আয় উন্নতির জন্য পালাপোষ করার আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ২২:৫৮:২২ ১৮৪ বার পঠিত