বাংলাদেশ বিমান বাহিনী কতৃক নির্মিত ‘গার্ডেন বাই দি রানওয়ে’র উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ মে) বিমান বাহিনীর সদরে (ইউনিট) এই উদ্বোধনী অনুষ্ঠান হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠনো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান প্রধান অতিথি হিসেবে ‘গার্ডেন বাই দি রানওয়ে’ এর শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রী ও বিএএফ লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক তাহমিদা হান্নান। এ ছাড়া সহকারী বিমান বাহিনী প্রধানগণ, বিমান বাহিনী সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লেকটির চারপাশ ঘিরে বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের ফলে অত্র এলাকায় এক মনোরম পরিবেশ তৈরি হয়েছে। ঘনবসতিপূর্ণ মেগাসিটিতে এই পার্কটি বিনোদনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে এবং দর্শনার্থীদের শারিরীক ও মানসিক বিকাশে সহায়ক হবে।
বাংলাদেশ সময়: ২১:৪৫:০৩ ৮৮ বার পঠিত