মঙ্গলবার, ২৮ মে ২০২৪

রকেট বিস্ফোরণ, স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ উত্তর কোরিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » রকেট বিস্ফোরণ, স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ উত্তর কোরিয়া
মঙ্গলবার, ২৮ মে ২০২৪



রকেট বিস্ফোরণ, স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ উত্তর কোরিয়া

মহাকাশে দ্বিতীয় গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়ার। সোমবার (২৭ মে) স্যাটেলাইট বহনকারী রকেটটি আকাশে উড়ার কিছুক্ষণ পরই বিস্ফোরিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছে উত্তর কোরিয়ার জাতীয় মহাকাশ প্রযুক্তি সংস্থা। খবর আলজাজিরার।

জাপান ও দক্ষিণ কোরিয়ার সতর্কতা তোয়াক্কা না করেই সোমবার মহাকাশে নিজেদের দ্বিতীয় গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নেয় উত্তর কোরিয়া। নির্ধারিত সময়ে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় স্পেস সেন্টার থেকে উপগ্রহ বহনকারী রকেটটি উৎক্ষেপণ করা হয়। তবে, এ যাত্রায় ব্যর্থ হয় তাদের স্যাটেলাইট উৎক্ষেপণ।

উত্তর কোরিয়ার জাতীয় মহাকাশ প্রযুক্তি সংস্থার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, উড্ডয়নের পরপরই মধ্য আকাশে বিস্ফোরিত হয় রকেটটি। কর্তৃপক্ষ বলছে, রকেটে নতুন প্রযুক্তির ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল। কোনো কারণে সেই ইঞ্জিন বিস্ফোরিত হয়। তবে এর কারণ জানা যায়নি।

উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা ব্যর্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জাপানও। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানান, উপগ্রহ বহনকারী রকেটটি বিস্ফোরণের পর পীত সাগরে পড়েছে। সতর্ক করা সত্ত্বেও মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টার তীব্র নিন্দাও জানিয়েছে দেশটি।

নানা সময়ে আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বিশ্ববাসীর কাছে নিজেদের সামরিক সক্ষমতার জানান দেয় উত্তর কোরিয়া। গেল নভেম্বরে তিন বারের প্রচেষ্টার পর সফলভাবে প্রথম গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করে দেশটি।

বাংলাদেশ সময়: ১২:৩৪:১৩   ৬০ বার পঠিত