প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বন্ধ হয়ে যাওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর কক্সবাজারে বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকাল ৭টার থেকে বিমানবন্দরের কার্যক্রম চালু করা হয়।
এরআগে, ঘূর্ণিঝড় রেমালের কারণে রোববার (২৬ মে) সকাল থেকে বন্ধ রাখা হয়েছিল ফ্লাইট ওঠানামা।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালের কারণে রোববার (২৬ মে) সকাল থেকে কক্সবাজার বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। কিন্তু সোমবার (২৭ মে) আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভালো হলে একটি ফ্লাইট নেমেছিল। কিন্তু পুনরায় আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার কারণে আর কোনো ফ্লাইট ওঠানামা করেনি।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা বলেন, প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেটে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে কক্সবাজার বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। সকাল সোয়া ৭টার দিকে দুটি কার্গো বিমান কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করেছে। এরপরই বেসরকারি এয়ারলাইন্সের যাত্রীবাহী দুটি ফ্লাইট অবতরণ করে এবং পরবর্তীতে যাত্রী নিয়ে ফ্লাইট দুটি কক্সবাজার থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা হয়। এখন ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:০২:২৩ ৬১ বার পঠিত