মঙ্গলবার, ২৮ মে ২০২৪

শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন
মঙ্গলবার, ২৮ মে ২০২৪



শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

জেলায় আজ সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এ সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
আজ শনিবার দুপুরে জেলা খাদ্য বিভাগ খাদ্যগুদাম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ধান- চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানুয়ার হোসেন ছানু।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, জেলা খাদ্য কর্মকর্তা নাজমুল হক ভূঁইয়া, প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, চেম্বার অব কর্মাসের সভাপতি আসাদুজ্জামান রওশন প্রমুখ-সহ ধান ও চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ৩২ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ১০ হাজার ৩৩৬ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:২৯   ৫২ বার পঠিত