শনিবার, ১ জুন ২০২৪

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বাহরাইনের বাদশাহর সাক্ষাৎ

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বাহরাইনের বাদশাহর সাক্ষাৎ
শনিবার, ১ জুন ২০২৪



চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বাহরাইনের বাদশাহর সাক্ষাৎ

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাহরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল-খালিফা। শুক্রবার (৩১ মে) চীনের রাজধানী বেইজিংয়ে তাদের সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে চীনের প্রধানমন্ত্রী বলেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ৩৫ বছর ধরে চীন ও বাহরাইন সব সময়ই একে অপরকে সম্মান করেছে। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও গভীর হয়েছে।

তিনি বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানের কৌশলগত দিকনির্দেশনা অনুসরণ করতে এবং দুই দেশের রাজনৈতিক ভিত্তি সুসংহত করতে বাহরাইনের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হবে এবং দুই দেশের জনগণ আরও সুবিধা পাবে।

লি ছিয়াং আরও বলেন, চীন বাহরাইনকে তার জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দৃঢ়ভাবে সমর্থন করে।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৫৬   ৮৬ বার পঠিত